দর বাড়ার শীর্ষে ন্যাশনাল টি
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ২১৯ বারে ৪৪ হাজার ৩৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ০২ শতাংশ । কোম্পানিটি ৮২৩ বারে ১৭ লাখ ৫০ হাজার ৫৯৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৭০ বারে ৫৬ লাখ ২৩ হাজার ২১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৭ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ৪.৫২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২২ শতাংশ, ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্সের ৪.১৯ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৪.০৭ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৭ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৮৪ শতাংশ এবং আমরা টেকনোলজিসের ৩.৮১ শতাংশ দর বেড়েছে।