ঈদের পর বিমা কোম্পানির অফিস ১০-৫টা
নিজস্ব প্রতিবেদক : ঈদের পর বিমা কোম্পানিগুলোর অফিস সময় নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ঈদের পর বিমা কোম্পানিগুলোর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সোমবার (১৭ এপ্রিল) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা কোম্পানিগুলোর জন্য নতুন এই সময় সূচি নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে।
নতুন অফিস সূচি নির্ধারণের পাশাপাশি বিমা কোম্পানির অফিস ২০ তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিমা কোম্পানির অফিস এদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আইডিআরএ।
এ বিষয়ে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ এপ্রিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অফিসসহ সকল বিমা কোম্পানির অফিস বন্ধ থাকবে।
ঈদের পর বিমা কোম্পানিগুলোর অফিস চলবে রোববার থেকে বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
পবিত্র রমজান মাসে বিমা কোম্পানিগুলোর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি রাখা হয়। এ সূচিতেই এখন বিমা কোম্পানিগুলোর অফিস চলছে।