দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট
নিজস্ব প্রতিবেদক : ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৪৮৫ বারে ৭৯ হাজার ৯৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা স্টাইল ক্রাফটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ । কোম্পানিটি ৯২৩ বারে ২ লাখ ৪ হাজার ৮৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৭১৩ বারে ১৪ লাখ ৬৬ হাজার ৫৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল ফিড মিলের ৮.৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৩ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৮.৭৩ শতাংশ, সোনালী আঁশের ৮.৭৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ৮.১৪ শতাংশ, বাংলাদেশ অটোকার্সের ৭.৬২ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.২৮ শতাংশ দর বেড়েছে।