বাংলাদেশে বিনিয়োগের সেরা সময় এখন: সালমান এফ রহমান
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের সেরা সময় যাচ্ছে এখন। জাপানের বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন ‘ দ্যা রাইজ অব বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’ এ তিনি এসব কথা বলেন।
আজ বুধবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত প্যানেল আলোচনায় সালমান এফ রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনের সহ-আয়োজক জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং জাপান-বাংলাদেশ কাউন্সিল কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (জেবিসিসিইসি)।