সিএসআর খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যয় কমেছে
নিজস্ব প্রতিবেদক : অর্থনৈতিক মন্দায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিট আয় কমে গেছে। এর প্রভাবে সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতেও তাদের অর্থ ব্যয় কমেছে। গত বছরের জানুয়ারি থেকে জুন এই ছয় মাসের তুলনায় জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় কমেছে ১১৫ কোটি ৩৯ লাখ টাকা। একই সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যয় কমেছে ৩৩ লাখ টাকা।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতি ছয় মাস পরপর কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদনটি প্রকাশ করে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকগুলো সিএসআর খাতে অর্থ ব্যয় করেছিল ৬২৯ কোটি ৩৯ লাখ টাকা। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যয় করেছে ৫১৪ কোটি টাকা। ছয় মাসের ব্যবধানে এ খাতে ব্যয় কমেছে ১১৫ কোটি ৩৯ লাখ টাকা। একই সময়ের ব্যবধানে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যয় কমেছে ৩৩ লাখ টাকা। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো সিএসআর খাতে ব্যয় করেছিল চার কোটি ৩৬ লাখ টাকা। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যয় করেছে চার কোটি তিন লাখ টাকা। আলোচ্য সময়ে এ খাতে ব্যয় কমেছে ৩৩ লাখ টাকা।
জুলাই থেকে ডিসেম্বরে সরকারি খাতের ছয়টি ব্যাংক চার কোটি ৮৬ লাখ টাকা, বিশেষায়িত তিনটি বাণিজ্যিক ব্যাংক চার হাজার টাকা, বেসরকারি খাতের ৪৩টি বাণিজ্যিক ব্যাংক ৪৯৫ কোটি টাকা ও বিদেশি ৯টি বাণিজ্যিক ব্যাংক ১৩ কোটি ৮৯ লাখ টাকা ব্যয় করেছে।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, ব্যাংকগুলো সিএসআরের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে দুর্যোগ ব্যবস্থাপনা খাতে। মোট সিএসআরের ৬৮ দশমিক ৭১ শতাংশ ব্যয় করেছে এ খাতে। এ ছাড়া শিক্ষায় ব্যয় করেছে ১২ দশমিক ৩৭ শতাংশ, স্বাস্থ্য খাতে ১২ দশমিক ৪৫ শতাংশ, পরিবেশ ও জলবায়ু খাতে ২ দশমিক ৩৯ শতাংশ, আয় উৎসারী খাতে দশমিক ০৯ শতাংশ, অবকাঠামো খাতে দশমিক ১৯ শতাংশ, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ২ দশমিক ৩২ শতাংশ ও অন্যান্য খাতে ১ দশমিক ৪৮ শতাংশ।
২০২১ সালে ৯টি ব্যাংক কোনো নিট মুনাফা অর্জন করতে পারেনি। ব্যাংকগুলো হচ্ছে সরকারি খাতের বেসিক, কৃষি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের বাংলাদেশ কমার্স, বেঙ্গল কমার্শিয়াল, সিটিজেন্স, আইসিবি ইসলামিক, পদ্মা ব্যাংক ও বিদেশি হাবিব ব্যাংক। মুনাফা অর্জিত না হওয়ায় ২০২২ সালে সিএসআর খাতে কোনো অর্থ ব্যয় করেনি চারটি ব্যাংক। এগুলো হচ্ছে কৃষি, রাজশাহী কৃষি উন্নয়ন, সিটিজেন্স ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
২০২১ সালে মুনাফা না করেও সিএসআর খাতে ব্যয় করেছে ছয়টি ব্যাংক। এগুলো হচ্ছে-বেসিক, বাংলাদেশ কমার্স, বেঙ্গল কমার্শিয়াল, আইসিবি ইসলামিক, পদ্মা ও হাবিব ব্যাংক।