ব্লক মার্কেটে লেনদেন ১৩৯ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭০টি কোম্পানির মোট ১৩৯ কোটি ১০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো গ্রীণ শুকুকের ৯৮ কোটি ৭১ লাখ ৯৩ হাজার, দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার ১২ কোটি ৭৬ লাখ ৭১ হাজার ও তৃতীয় স্থানে ই- জেনারেশনের ৩ কোটি ১০ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যারামাউন্ট টেক্সটাইলের ২ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৩১ লাখ ৪ হাজার, জেমিনি সি ফুডের ২ লাখ ৩০ লাখ ৯ হাজার, ফাইন ফুডসের ১ কোটি ৫৮ লাখ ৮২ হাজার, সিলভা ফার্মার ৯৭ লাখ ৫০ হাজার, এইচআর টেক্সটাইলের ৯৫ লাখ ৭০ হাজার এবং এমারেল্ড অয়েলের ৭৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।