বৃহস্পতিবার পুঁজিবাজার বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বৌদ্ধ ধর্মাবলম্বীদের “বৌদ্ধ পূর্ণিমা” উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (৪ মে) দেশের পুঁজিবাজার বন্ধ রয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, “বৌদ্ধ পূর্ণিমা” উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সরকারি ছুটি। এদিন দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সাথে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও। এদিকে আগামী ৫ ও ৬ মে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিনদিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।
আগামী রোববার (৭মে) দেশের পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন চলবে।