প্রাইম ব্যাংকের নতুন ডিএমডি নাজিম এ. চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন নাজিম এ. চৌধুরী।
বিজনেস ডেভেলপমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশন্সে সুদীর্ঘ ২২ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন চৌধুরী ইতোপূর্বে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, মেটলাইফ এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। প্রাইম ব্যাংকে যোগদানের পূর্বে তিনি মেঘনা ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একজন সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল।