দর বাড়ার শীর্ষে জেনারেশন নেক্সট
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭২০ বারে ১ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৭৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৮২ বারে ৫১ লাখ ৯৩ হাজার ৯৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬২ লাখ টাকা।।
তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৮২৪ বারে ২ লাখ ৪৫ হাজার ৭৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-হাওয়েল টেক্সটাইলের ৯.৮০ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৯.০২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭৫ শতাংশ, এ্যাপেক্স ফুডসের ৮.৭৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৮.৬৪ শতাংশ, বীচ হ্যাচারির ৮.৪৩ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেডের ৭.৩৬ শতাংশ দর বেড়েছে।