বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আইসিএসবি’র সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে মঙ্গলবার (১৬ মে) ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)’র প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস’র নেতৃত্বে আইসিএসবি’র প্রতিনিধি দল সচিবালয়ে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট তপন কান্তি ঘোষের মেয়াদকাল বৃদ্ধিতে তাকে অভিনন্দন জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।
উক্ত সভায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম নুরুল আলম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ট্রেজারার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস এবং সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) শামিবুর রহমান এফসিএস উপস্থিত ছিলেন।