চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু সরকার চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্যোগ নিলেও ৭৫ পরবর্তী সরকারগুলো এ ব্যাপারে কিছুই করেনি।
বৃহস্পতিবার (১৮ মে) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। এ সময় শেখ হাসিনার উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ কে জাতিসংঘের ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় মন্ত্রীসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।
পরে বৈঠকে দেয়া বক্তব্যে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বারবার ভোট দিয়ে ক্ষমতায় এনে জনগণের সেবা করার সুযোগ দেয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।