সূচকের উঠা-নামায় চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উঠা-নামায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, দর কমেছে ৭৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৮ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৫২ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, দর কমেছে ২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার টাকা।