বিক্রেতা উধাও ৪ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক :লেনদেনের শুরুতেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের চার কোম্পানির শেয়ারে ঝুকছেন বিনিয়োগকারীরা। শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটির গতকালের সমাপনী মূল্য ছিলো ৮৭ টাকা। আজ শেয়ারটির লেনদেন দর শুরু হয়েছে ৮৭ টাকা ১০ পয়সায়। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯৫ টাকা ৭০ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারের দর ৮ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
এ সময় পর্যন্ত কোম্পানিটি ৯ লাখ ১ হাজার ৫৮৪টি শেয়ার ১ হাজার ১০৮ বার হাতবদল করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৪২ লাখ ৩৯ হাজার টাকা।
ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর শুরু হয় ১৯ টাকা ৩০ পয়সায়। যেখানে আগের দিনের সমাপনী মূল্য ছিলো ১৭ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৬৬ শতাংশ।
এদিকে সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের সর্বশেষ ইউনিট দর হয়েছে ১১ টাকা ৬০ পয়সা। প্রতিষ্ঠানটির ইউনিট দর বেড়েছে ১ টাকা বা ৯.৪৩ শতাংশ।
এছাড়া ন্যাশনাল টি কোম্পানির শেয়ারের সর্বশেষ দর হয়েছে ২৯৭ টাকা ১০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৩ টাকা ৯০ পয়সা বা ৮.৭৫ শতাংশ।