আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ মে ২০২৩, সোমবার |

kidarkar

মেসিদের এশিয়া সফরের সময়সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে অর্থাৎ জুনে ফিফা এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, খবরটা জানা গিয়েছিল আগেই। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা লিওনেল মেসিদের।

এবার আর্জেন্টিনা ফুটবলের পক্ষ থেকে এক টুইটবার্তায় নিশ্চিত করা হয়েছে সফরের চূড়ান্ত সূচি। আগামী ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মেসিরা। তিনদিন পর (১৯ জুন) জাকার্তায় ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।
#SelecciónMayor Gira Asia 2023

Amistosos confirmados:
15/06 vs @Socceroos en Beijing.
19/06 vs #Indonesia en Yakarta.

¡Vamos Selección! pic.twitter.com/0FJwEZ83uH

— Selección Argentina (@Argentina) May 22, 2023

প্রসঙ্গত, জুনের উইন্ডোতে বাংলাদেশে আসার ব্যাপারে আলোচনা অনেকদূর এগিয়েছিল মেসির আর্জেন্টিনার। তবে ভেন্যু প্রস্তুত করতে না পারায় সে সফর স্থগিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

তবে জুলাই মাসের শুরুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ঢাকা আসার কথা রয়েছে। কলকাতা সফরের আগে একদিনের জন্য ঢাকা ঘুরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

 

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.