দরপতনের শীর্ষে যমুনা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৩ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক লিমিটেড। আজ শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৯২ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
জানা গেছে,আজ দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.৩৮ শতাংশ।
টপটেন লুজার বা দরপতনের তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৪.২৬ শতাংশ।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা সিএনজি ৩.৮০ শতাংশ, আফতাব অটোমোবাইলস ৩.১০ শতাংশ, শ্যামপুর সুগার মিলস ২.৬৪ শতাংশ, জিল বাংলা সুগার মিলস্ ২.৬৪ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ২.৫৭ শতাংশ,ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডান্ট্রিজ ২.৪৫ শতাংশ ও রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেডের ২.০৭ শতাংশ দর কমেছে।