সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৯ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৪৮ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের শেয়ার দর কমেছে ৯ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২০ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ লাখ ৮ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার কেমিক্যালের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৮৬ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ১৭ লাখ ৩৪ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– যমুনা ব্যাংকের ৭.৯৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৭.৯৩ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৭.১৯ শতাংশ, এপেক্স ফুডসের ৬.৯৭ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬.৫৯ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারির ৬.৫৭ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ দর কমেছে।