রাজশাহীতে এবি ব্যাংকের স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংক লিমিটেড লিড ব্যাংক হিসেবে গত শনিবার (২৭ মে) রাজশাহীতে স্কুল ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে। শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের সঞ্চয়ের মানষিকতা গড়ে তোলা ছিল এ সম্মেলনের মূল উদ্দেশ্য। জেলার ৪৬টি স্কুলের ৩০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই সম্মেলন আয়োজিত হয়।
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের ইভিপি মোঃ রেজাউল শাহরিয়ার, বাংলাদেশ ব্যাংকের ঢাকা ও রাজশাহী অফিসের কর্মকর্তাবৃন্দ ও অংশগ্রহণকারী ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।