নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মো. মিজানুর রহমান চৌধুরী শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকৃত শেয়ারটির বর্তমান বাজারদর ৫ লাখ টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, উদ্যোক্তা মিজানুর রহমান চৌধুরীর কাছে কোম্পানির মোট ৬৫ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে ৪০ হাজার শেয়ার বেচবে এই উদ্যোক্তা। যার আর্থিক মূল্যে সোমবার সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ৫ লাখ ৩২ লাখ টাকা।
মার্কেন্টাইল ব্যাংকের এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে এই পরিমাণ শেয়ার বেচতে পারবে।