আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের ডেব্যু ট্রেডিং উদযাপন
নিজস্ব প্রতিবেদক: আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেব্যু ট্রেডিং এবং রিং দ্যা বেল উদযাপিত হয়েছে। সোমবার (২৯ মে) ডিএসই টাওয়ারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানীর কিউআইও এর ইস্যু ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করেছে। প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ এম ওমর তৈয়ব এবং চীফ অপারেটিং অফিসার খন্দকার রায়হান আলী, এফসিএ।
আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান বিল্লাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন পাটোয়ারী, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. শাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।