এফএসআইবিএল’র উদ্যোগে বিনামূল্যে থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও ইন্সটিটিউট ফর ডেভলপিং সাইন্স এ্যান্ড হেলথ্ ইনিসিয়েটিভস (আইদেশী) এর যৌথ উদ্যোগে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উহমেন এ বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ ও সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
থ্যালাসেমিয়া একটি মারাত্মক মৃত্যু ঝুঁকিপূর্ণ রোগ যা বাবা-মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা সম্ভব যদি একজন থ্যালাসেমিয়া বাহক অন্য আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিবাহ না করেন। এজন্যই প্রত্যেক বিবাহযোগ্য ব্যক্তির থ্যালাসেমিয়া পরীক্ষা অত্যন্ত জরুরী।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২১ বিজয়ী, গবেষণা ও প্রশিক্ষণে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রাপ্ত ও আইদেশী’র লিড ড. ফিরদাউসী কাদরী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উহমেন’র প্রফেসর ড. তুহিন বিশ্বাস, ডিন অব স্টুডেন্টস সুমন চ্যাটার্জী এবং ডিরেক্টর অব এ্যাডমিশন রেহানা খানসহ অন্যান্য কর্মকর্তাগণ ।