পূবালী ব্যাংকে আউটরিচ ওয়ার্কশপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: পূবালী ব্যাংক লিমিটেডে সিএমএসএমই, সিসিডি এর অধীনে হোম লোন পণ্য, লিজ ফাইন্যান্সিং স্কিম, কার্ড বিজনেস অ্যান্ড এডিসি এর উপর একটি আউটরিচ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপে পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব সিএমএসএমই মোঃ ফয়সল আহমদ, কনজুমারস্ ক্রেডিট ডিভিশন প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ মালেকুল ইসলাম, লীজ ফাইন্যান্সিং বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী আমজাদ, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রবিউল আলম এবং হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপ-মহাব্যবস্থাপক এন এম ফিরোজ কামাল উপস্থিত ছিলেন।
আউটরিচ ওয়ার্কশপে সংশ্লিষ্ট বিভাগসমূহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।