আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জুন ২০২৩, সোমবার |

kidarkar

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইউসেপ বাংলাদেশ ২০০০  এবং উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়ে ক্ষমতায়ন করবে

নিজস্ব প্রতিবেদক: গত ১৮ জুন ২০২৩ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায়, “ফিউচারমেকারস” প্রকল্পের আওতায় ইউসেপ বাংলাদেশ গিভিং উইংস টু ড্রিমস ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে গাজীপুরে ইউসেপ আঞ্চলিক কার্যালয়ে উদ্ভোধন করা হয়েছে।

এই প্রকল্পের আওতায় গাজীপুর এলাকাড় সুবিধাবঞ্চিত যুব, মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন ধরণের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে দক্ষ, স্বনির্ভর ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এই কার্যক্রম তাদের কারিগরি দক্ষতা প্রশিক্ষণ, মধ্য-স্তরের ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ প্রদান করবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসের এজাজ বিজয়, সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

ইউসেপ বাংলাদেশে-এর পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জাহিদা ইস্পাহানী, ভাইস-চেয়ারপারসন, ইউসেপ বোর্ড অব গভর্নরস ড. ওবায়দুর রব, সাবেক চেয়ারপারসন, ইউসিইপি বোর্ড অব গভর্নরস। তাঁরা কারিগরি শিক্ষায় সুবিধাবঞ্চিত নারী, প্রতিবন্ধী ও যুবকদের জন্য সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. মোঃ আব্দুল করিম। তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ইউসেপ বাংলাদেশের মধ্যে এই যৌথ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী, প্রতিবন্ধী ব্যক্তি এবং যুবসম্প্রদায়ের কারিগরী জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে, যা টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে ।

মাননীয় প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই জাতীয় প্রকল্পগুলি দক্ষতা বিকাশের মাধ্যমে যুবকদের উদ্যোক্তা হিসাবে ক্ষমতায়িত করে এবং তাদের নিজেদেরকে উদ্যোক্তা তৈরি করতে প্রস্তুত করে।

তিনি আরো বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে  সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার্থীদের সহায়তা ও অগ্রাধিকার দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, “বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় গাজীপুর জেলা, একটি অন্যতম প্রধান শিল্প নগরী যেখানে প্রায় ৩০০০ হাজারের বেশি শিল্প কারখানা রয়েছে। এই প্রশিক্ষণটি সরকারী ও বেসরকারী খাতের অভিজ্ঞজনের সাথে আলোচনা এবং নিজস্ব গ্যাপ বিশ্লেষণের মাধ্যমে প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে, যা স্থানীয় যুবকদের ক্ষমতায়ন করবে এবং একই সাথে গাজীপুরের শিল্পাঞ্চলের জন্য দক্ষ জনবল তৈরি করবে এবং আমাদের শিল্পখাতকে আরো গতিশীল করে তুলতে সাহায্য করবে। আমাদের দেশের অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্য অর্জনে বেসরকারি খাত, উন্নয়ন খাত এবং সরকার কীভাবে একসাথে কাজ করছে তার এটি আরেকটি উদাহরণ। এই প্রকল্পে অংশগ্রহণকারীরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB)/ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NTVQF) মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্তির পর নিজেদের দক্ষতা মূল্যায়নের জন্য সুযোগ পাবে।

স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে টেকসই পরিবর্তনে সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগটি গাজীপুর জেলায় বাস্তবায়িত  হবে।মে ২০২৩ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত এই প্রকল্পটি ২০০০ সুবিধবঞ্চিত ব্যাক্তিদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.