সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দেশের উন্নয়ন করছে আওয়ামী লীগ সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা উপেক্ষা করে বাংলাদেশ এখন উন্নয়নের পথে। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সম্পদের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কোস্টগার্ডকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে।
সরকার প্রধান বলেন, দেশে একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন চলমান আছে। এই অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই দেশের উন্নয়ন করছে আওয়ামী লীগ সরকার।
বুধবার (২১ জুন) বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ কমিশনিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে চট্টগ্রাম বিসিজি পতেঙ্গা বার্থ অনুষ্ঠানস্থলে ভার্চুয়ালি যুক্ত হন।
বিএনপি সরকার কোস্টগার্ডের বহুমূখী দায়িত্ব অনুধাবন করতে পারেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলে নিরাপত্তার প্রয়োজনীয়তায় বিএনপি শাসনামলে সংসদে আইন করার প্রস্তাব তোলে আওয়ামী লীগ। কিন্তু বিএনপি সরকার সেটা নাকচ করে দেয়।
শেখ হাসিনা জানিয়েছেন, গত ১৪ বছরে কোস্টগার্ডের বহরে সংযুক্ত হয়েছে ১৫৪টি আধুনিক নৌযান। ২০৪১ সালের মধ্যে নিজস্ব জনবলে স্বয়ংসম্পূর্ণ একটি স্মার্ট বাহিনী হবে কোস্টগার্ড।
এসময় তিনি কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান।