ঈদের পর প্রথম কার্য দিবসে পুঁজিবাজারে দরপতন
নিজস্ব প্রতিবেদক : ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৬৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, দর কমেছে ১১৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৯ টির।
ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৫৪ কোটি ৬৬ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩৪ পয়েন্টে।
সিএসইতে ১৮৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮ টির দর বেড়েছে, কমেছে ৪৮ টির এবং ৬৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।