প্রতিমন্ত্রী পলকের সঙ্গে সাক্ষাৎ করলেন মার্টিনেজ
স্পোর্টস ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। এসময় পলকের দুই ছেলে ও স্ত্রী সঙ্গে ছিলেন।
সোমবার (৩ জুলাই) ভোর সোয়া ৫টায় বাংলাদেশে পৌঁছান মার্টিনেজ। প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ঘণ্টা তিনেক বিশ্রাম নেন তিনি। এরপর আবার বেরিয়ে পড়েন।
মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডার অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করার পর প্রতিমন্ত্রী পলকের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নেক্সট ভেঞ্চারে বেলা ১১টার দিকে আসার কথা ছিল মার্টিনেজের। এর দেড় ঘণ্টা আগেই সেখানে পৌঁছান তিনি। সেখানে পৌনে এক ঘণ্টা সময় কাটিয়ে চলে গেছেন।
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিনেজ। তবে এর আগে তার কোভিড টেস্ট প্রয়োজন। কোভিড টেস্টে ফল নেগেটিভ এলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন তিনি। এরপর বিকেলে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ৩০ বছর বয়সী এই গোলরক্ষক।