আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ জুলাই ২০২৩, বুধবার |

kidarkar

পরিবহণকর্মীদের জন্য ইফাদ অটোস ও অশোক লেল্যান্ড-এর বিশেষ ঈদ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে পরিবহণ কর্মীদের জন্য ইফাদ অটোস ও অশোক লেল্যান্ড উদ্যোগ নিয়েছিল বিশেষ ক্যাম্পেইন “যাদের ত্যাগে ছড়ায় খুশি”। সড়কপথে গণপরিবহণ সংশ্লিষ্ট কর্মীরা এই ক্যাম্পেইনে অংশ নিয়ে আকর্ষণীয় উপহার জিতে নেবার সুযোগ ছিল।

ইফাদ অটোস-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতি ঈদেই বাড়ি ফেরা মানুষদের পৌঁছে দিতে দিনরাত ডিউটি করেন ড্রাইভার, হেল্পার, সুপারভাইজারসহ পরিবহণ সংশ্লিষ্ট কর্মীরা। প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উদযাপন বিসর্জন দিয়ে সকলের ঈদযাত্রার উৎসবকে সার্থক করে তুলেন তারা। যাদের এই কষ্টের বিনিময়ে খুশি ছড়ায় সবার হৃদয়ে, সেইসব পরিবহণ কর্মীদের মনের কথাগুলো তুলে ধরতেই এই ক্যাম্পেইন আয়োজন করে ইফাদ  অটোস ও অশোক লেল্যান্ড।

ক্যাম্পেইনে অংশ নিয়ে পরিবহণ সংশ্লিষ্ট কর্মীরা শুধুমাত্র অশোক লেল্যান্ড-এর বাসের সাথে এমনভাবে ভিডিও/ছবি তুলতে হয় যেন Ashok Leyland নাম অথবা লোগো পরিস্কারভাবে দেখা যায়। তারপর ছবি/ভিডিও ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে #ifadeiderkhushi #ইফাদঈদেরখুশি হ্যাশট্যাগ দিয়ে পাবলিক করে পোস্ট করতে হয়। এরপর পোস্টের লিংক শেয়ার করতে হয় ইফাদ অটোস-এর ফেসবুক পেইজ facebook.com/ifadautos-এর কমেন্ট সেকশনে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল পরিবহণ কর্মীদের জন্য থাকে আকর্ষণীয় উপহার। ক্যাম্পেইনটি সমাপ্ত হয় ৩০শে জুন ২০২৩।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.