আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জুলাই ২০২৩, বুধবার |

kidarkar

রূপালী ব্যাংক সিকিউরিটিজের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) মতিঝিলস্থ রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এবং রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার এবং ব্যাংকের ডিএমডি ও শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হাসান তানভীর। এছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালক ও রূপালী ব্যাংকের জিএম মো. হারুনুর রশীদ, পরিচালক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জাহিদ হোসেন, স্বতন্ত্র পরিচালক ড. মো. আকরাম হোসেন, মো. ওয়াহিদুজ্জামান খন্দকার এবং রূপালী ব্যাংকের জিএম ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শিকদার ফারুক এ আজমসহ উর্ধতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির কো¤পানী সচিব আরিফুল ইসলাম।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.