এমটিবি’র হুন্দাই ফাইন্যান্স পার্টনারস মিটে অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহকরা যেন ফেয়ার টেকনোলজি লিমিটেডের শোরুম থেকে হুন্দাই গাড়ি সহজে ক্রয় করতে পারে সেজন্য, ফেয়ার গ্রুপ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) সঙ্গে যৌথভাবে কাজ করছে। যাতে করে গ্রাহকরা মাত্র তিন দিনের মধ্যে গাড়ি ক্রয়ের জন্য এমটিবি থেকে ঋণ পেতে পারেন।
সঠিক কাগজপত্র সহ গ্রাহকরা একটি হুন্দাই গাড়ি ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ লাখ টাকা মূল্যের জন্য ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারবেন এবং ক্রেতারা গাড়ি ক্রয়ের সময় হুন্দাই রিলেশনশিপ ম্যানেজারদের সহযোগিতা গ্রহণ করতে পারবেন।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও লিংক রোডে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংক বহির্ভূত একটি আর্থিক প্রতিষ্ঠান ও পাঁচটি ব্যাংক এবং ফেয়ার টেকনোলজি যৌথভাবে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তাহসিন শহীদ, হেড অফ রিটেইল নিউ বিজনেস; লতিফুল মান্নান চৌধুরী, হেড অফ রিটেইল প্রোডাক্ট, প্রোপোজিশন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট; খন্দকার ফয়জুল্লা হেস সামী, হেড অফ ডেভেলপার এন্ড ভেন্ডর রিলেশনশিপ এবং মোঃ আশফাক হোসেন, অ্যাসোসিয়েট ম্যানেজার, ডেভেলপার ও ভেন্ডর রিলেশনশিপ এই অনুষ্ঠানে এমটিবি’র প্রতিনিধিত্ব করেন।