রাশিয়াসহ চার দেশ থেকে সার কিনবে সরকার, ব্যয় ১০৫৭ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি একটি প্রতিষ্ঠান এবং রাশিয়াসহ চারটি দেশ থেকে দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার, ১ লাখ ৩০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) এবং ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৫৭ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ২৯৫ টাকা।
রাশিয়া, কাতার, কানাডা, সৌদি আরবের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এসব সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১২ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকনোমিক কর্পোরেশন ‘প্রোডিন্টরগ’ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১১১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
রাশিয়ার এ প্রতিষ্ঠানটি নিষেজ্ঞার বাইডেন কি না- সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে অতিরিক্ত সচিব বলেন, বিষয়টি আমার জানা নেই। রাশিয়া থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সার কেনা হচ্ছে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে সপ্তম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৮৬ কোটি ৩৯ লাখ টাকায় এবং একই প্রতিষ্ঠান থেকে অষ্টম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৮৬ কোটি ৩৯ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে পঞ্চম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ১৯৩ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
সাঈদ মাহবুব খান জানান, শিল্প মন্ত্রণালয় থেকে সার কেনার চারটি প্রস্তাব দেওয়া হয়, সবগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার ৮৭ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৭০ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আর এক প্রস্তাবের প্রেক্ষিতে বিসিআইসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের এ প্রতিষ্ঠান থেকে ১৯তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড (অপশনাল) ইউরিয়া সার ৯৭ কোটি ৫৮ লাখ ১ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বিসিআইসি কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ২০তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৬ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৬০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাফকো থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৯৭ কোটি ৬৬ লাখ ১৯ হাজার ৬২৫ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।