আজ: শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ইং, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জুলাই ২০২৩, বুধবার |

kidarkar

বিপিও সামিটের বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত অনুষ্ঠান চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ‘সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত’ শিরোনামে এক দক্ষতা উন্নয়নভিত্তিক সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)” এর দুইদিনব্যাপী উদযাপন। আজ বুধবার (১২ জুলাই) সকাল ১১ টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সামিটটি অনুষ্ঠিত হয়।

এরপর আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত হবে ‘ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়লগ সেশন। একইদিনে “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)”-এর মূল অনুষ্ঠান বিকাল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা চলতে থাকবে একইসঙ্গে। আর চট্টগ্রামের আয়োজনের মধ্য দিয়েই ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’এর বিভাগীয় পর্যায়ের ইতি টানা হবে।

দেশব্যাপী তথ্যপ্রযুক্তি তথা বিপিও শিল্পের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি উন্নয়ন, বিভাগীয় পর্যায়ের বিপিও শিল্পের নীতিনির্ধারণী পর্যায়ের নানান দিক, তথ্যপ্রযুক্তিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানগুলোর সম্ভাবনাকে কাজে লাগানো ও তাদের সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ, তরুণ প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিসহ চাকরি মেলা আয়োজন, নীতিসংক্রান্ত সম্ভাব্য পরিমার্জনের প্রস্তাবনা ও আবশ্যিকতা নিয়ে বিশদ আলোচনার উদ্দেশ্যে মে-জুলাই মাসব্যাপী আটটি বিভাগজুড়ে পালিত হচ্ছে বাংলাদেশের বিপিও শিল্পের সর্ববৃহৎ, শীর্ষ সম্মেলন “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

বিভাগীয় বিপিও সামিটের মূল অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে থাকবেন মহিবুল হাসান চৌধুরী, এম.পি, উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় । অন্যদিকে পলিসি ডায়লগ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। এছাড়াও উপস্থিত থাকবেন বিপিও শিল্পের কর্তাব্যক্তিসহ বিভাগীয় পর্যায়ের সরকারি প্রতিনিধিগণ ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, পঞ্চমবারের মত বাক্কোর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিপিও সামিট। তবে এবারই প্রথমবারের মত এ আয়োজন হচ্ছে বিভাগীয় পর্যায়ে। সাতটি বিভাগে পর্যায়ক্রমে “বিভাগীয় বিপিও সামিট” উদযাপনের পর চূড়ান্তভাবে ঢাকায় আয়োজিত হবে “কেন্দ্রীয় বিপিও সামিট”। দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’র উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অন্তর্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল’র সার্বিক সহযোগিতায় দেশজুড়ে পালিত হচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.