শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৬১তম সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ৩৬১তম সভা ১২ জুলাই ২০২৩ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ ও জনাব আব্দুল করিম (নাজিম) (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, এমপি; জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব মোঃ আব্দুল বারেক, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব এ. কে. আজাদ (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব মোঃ নাছির উদ্দিন খান (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব ফকির আখতারুজ্জামান, জনাবা তাহেরা ফারুক ও জনাবা জেবুন নাহার (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), জনাব ফকির মাসরিকুজ্জামান (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), স্বতন্ত্র পরিচালক জনাব একরামুল হক, জনাব কে. এ. এম. মাজেদুর রহমান ও জনাব নাসির উদ্দিন আহমেদ (ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন), ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার উপস্থিত ছিলেন।