ব্লক মার্কেটে লেনদেন ৬৬ কোটি টাকার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৭টি কোম্পানির মোট ৬৬ কোটি ৭৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২৮ কোটি ৮০ লাখ, দ্বিতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৯ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার এবং তৃতীয় স্থানে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৩ কোটি ১৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ২ কোটি ৭৮ লাখ ৩৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ৬৫ লাখ ৯৬ হাজার, গ্রামীণফোনের ২ কোটি ২৬ লাখ ২৮ হাজার, অ্যামারেল্ড অয়েলের ১ কোটি ৬৫ লাখ ৯৭ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ২৬ লাখ ১২ হাজার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার এবং খান ব্রাদার্সের ১ কোটি ৬ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।