‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় স্বপ্নের নতুন এই আউটলেট উদ্বোধন করা হয়।
নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুরুঙ্গামারীর উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন।
আরো উপস্থিত ছিলেন সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বাবুল আকতার, জেলা পরিষদের সদস্য ও ব্যবসায়ী মো. জহির বেপারী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান হকসহ উপজেলা বণিক সমিতি, শ্রমিক সংগঠন ও পরিবেশক সমিতির সদস্যরা। এছাড়াও স্বপ্নর রংপুর জোনের জোনাল ম্যানেজার মো. শাহিনুর আলম উপস্থিত ছিলেন।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, স্বপ্ন এখন দেশের ৫৭ জেলায়। নতুন এই আউটলেটে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে।
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, উদ্বোধন উপলক্ষে স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও থাকছে নগদ মূল্যছাড়।
নতুন এ আউটলেট ভূরুঙ্গামারী থানা রোডের মাহবুব ক্লিনিকের পাশে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করতে পারেন ০১৭৯৩৮৫৮৭৪০ নম্বরে।