বিকেএমইএ’র ২০২৩-২৫ মেয়াদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে সম্মিলিত নীট ফোরাম
নিজস্ব প্রতিবেদক: বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে (২০২৩-২৫) অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সম্মিলিত ফোরামের নেতৃবৃন্দ। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩। এই দিনেই বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, এমপির নেতৃত্বে এবং বিকেএমইএ’র প্রথম সভাপতি মঞ্জুরুল হকসহ অন্যান্য পরিচালক পদ প্রত্যাশীদের সমন্বয়ে সম্মিলিত নীট ফোরামের পক্ষে মোট ৩৫ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলীর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নীট ফোরামের দলীয় প্রধান একেএম সেলিম ওসমান, এমপি। এ সময় নির্বাচন বোর্ড, নির্বাচন আপিল বোর্ড ও সম্মিলিত নীট ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মনোনয়নপত্র সংগ্রহের সময় ছিলো বিকাল ৪ টা পর্যন্ত। সকলের অংশগ্রহণের সুবিধার্থে নির্বাচন বোর্ড এক ঘন্টা সময় বাড়িয়ে সেটি বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারণ করে।
নির্ধারিত সময়ের মধ্যে অন্য কোনো প্যানেল বা ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ না করায়, প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দের সাথে আলোচনা ও যাচাই বছাইয়ের পর সম্মিলিত নীট ফোরামের পক্ষে উক্ত ৩৫ টি মনোনয়নপত্র ক্রয়ের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ২৮ মে ঘোষিত বিকেএমইএ নির্বাচন বোর্ডের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের দিন ছিলো ৬ জুলাই ২০২৩ এবং চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় ১৮ জুলাই। মনোনয়পত্র জমাদানের শেষ দিন ২৪ জুলাই। আগামী ২৬ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৬ আগস্ট বিকেএমইএ প্রধান কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।