আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ জুলাই ২০২৩, শনিবার |

kidarkar

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১১ খাতে। অন্যদিকে দর কমেছে ৭ খাতে। আর ৪টি খাতে অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতে। এই খাতে ১০.৮ শতাংশ দর বেড়েছে। পাট খাতে ৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ১ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৬ শতাংশ, বিবিধ খাতে ৫ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৪ শতাংশ, ভ্রমণ খাতে দশমিক ৩ শতাংশ, প্রকৌশল ও বস্ত্র খাতে দশমিক ২ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ০১ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে জীবন বীমা, সিরামিক, সেবা, কাগজ, জ্বালানি বিদ্যুৎ, খাদ্য ও আর্থিক খাত।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.