আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুলাই ২০২৩, সোমবার |

kidarkar

এশিয়া ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুন:নির্বাাচত

নিজস্ব প্রতিবেদক: জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন, এফসিএ, এমপি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালক পর্ষদের ১৫৭তম সভায় কোম্পানীর চেয়ারম্যান হিসাবে পুন:নির্বাাচত হয়েছেন। একই সভায় কোম্পানিটির ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা শেয়ার হোল্ডার পরিচালক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এছাড়াও কোম্পানিটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসাবে পুন:নির্বাচিত হয়েছেন উদ্যোক্তা শেয়ার হোল্ডার জনাব আবুল বশর চৌধুরী।

চেয়ারমম্যান জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন দেশের একজন স্বনামধন্য চাটার্ড একাউন্টেন্ট। তিনি ১৯৬৭ সালে ঢাকা
বিশ্ববিদ্যালয় হতে বি.কম(অর্নাস) ডিগ্রি লাভ করেন এবং ইংল্যান্ড ও ওয়েলস এর ইনস্টিটিউট অফ চাটার্ড একাউন্টেন্টস
হতে চার্টার্ড একাউন্টেন্ট হিসাবে সম্মানের সাথে উত্তীর্ণ হন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের দশম ও এগারতম জাতীয়
সংসদ নিবার্চনে পর পর দুইবার কুমিল্লা-০৩ (মুরাদনগর) আসন হতে নিবার্চিত সংসদ সদস্য।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা হিসাবে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন এর ব্যাপক সুপরিচিতি রয়েছে । তিনি সাউথইষ্ট ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং দুইবার দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সভাপতি ছিলেন এবং ইনফ্রাস্টধাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড (আইডিসিওএল) এর পরিচালক ছিলেন। জনাব ইউসুফ আবদুল্লাহ হারুন সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিধর সহ-সভাপতি এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টিধজ (সিএসিসিআই) এর সহসভাপতি ছিলেন। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নরস এর ফাউন্ডার মেম্বার। এছাড়া তিনি পলিসি রিসার্চইন্সটিটিউট (পিআরআই) এর পরিচালক পরিষদের একজন সদস্য।

জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিক্ষা জীবন শেষে প্রাইভেট সেক্টরে তাঁর কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি লোহা, ইস্পাত, সিমেন্ট, বিটুমিন, সি আই শিট, জিংক ইনগট, ক্যাপিটাল মার্কেট, শিল্প উদ্যোক্তায় ব্যাপক দক্ষতা অর্জন করেছেন। প্রাথমিকভাবে তিনি জাহাঙ্গীর এন্ড আদার্স নামে একটি প্রতিষ্ঠানের নামে ব্যবসা শুরু করেন যা ২০০৩ সালে জাহাঙ্গীর এন্ড আদার্স লিমিটেড হিসাবে সফলভাবে অন্তর্ভূক্ত হয়েছে। তিনি নিজেকে একজন selfmade সার্থক ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্রাউন সিমেন্ট গ্রুপের ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান। তাঁর সংশ্লিষ্ট শিল্প ও ব্যবসায়িক
প্রতিষ্ঠান গুলো হলো জিপিএইচ ইস্পাত লিমিটেড, জিপিএইচ পাওয়ার জেনারেশন লিমিটেড, জিপিএইচ শিপ বিল্ডার্স লিমিটেড, জিপিএইচ অক্সিজেন লিমিটেড, জিপিএইচ এগ্রো লিমিটেড, জাহাঙ্গীর এন্ড আদার্স লিমিটেড, চট্টগ্রাম ক্যাপিটাল লিমিটেড, ইসিও সিরামিকস ইন্ডাস্টিজ লিমিটেড, নির্নয় এন্টারপ্রাইজ এবং এ. আহাদ কর্পোরেশন, এম. আই সিমেন্ট ফ্যাক্টরি লি: (ক্রাউন সিমেন্ট), ক্রাউন পলিমার জেনারেশন লি:, ক্রাউন পলিমার ব্যাগিং লি:, ক্রাউন মেরিনার্স লিমিটেড, ক্রাউন ট্রান্সপোর্টেশন এন্ড লজিস্টিক লি:, ক্রাউন সিমেন্ট কনক্রিট ও বিল্ডিং প্রোডাক্ট লিমিটেড এবং ক্রাউন এন্টারপ্রাইজ। এছাড়াও তিনি স্টার এলাইড ভেনচার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, প্রিমিয়ার সিমেন্ট মিলস (পিএলসি) লিমিটেডের পরিচালক। এছাড়াও তিনি সামজিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সাথে সক্রিয় ভাবে জড়িত।

জনাব আবুল বশর চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষে ১৯৮৫ সালে বিজনেস ক্যারিয়ার শুরু করে দেশের অন্যতম সফল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা হিসাবে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তিনি মূলতঃ হ্যাচারী, পলি ইন্ডাস্ট্রি, ফুড প্রডাক্টস, শিপিং, পেটেধা কেমিক্যাল এবং ট্রেডিং ব্যবসার সাথে সংশ্লিষ্ট। জনাব আবুল বশর চৌধুরী এশিয়া ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তিনি সুপার পেটেধা কেমিক্যাল, মর্ডান হ্যাচারী লিমিটেড, মর্ডান ফাইবার ইন্ডাস্ট্রি , মর্ডান পলি  ইন্ডাস্ট্রি, মিউচ্যুয়াল শিপিং লিমিটেড, এবং রুবী ফুড প্রডাক্ট এর চেয়ারম্যান। এছাড়া তিনি বিএসএম গ্রুপেরও চেয়ারম্যান।

জনাব আবুল বশর চৌধুরী চট্টগ্রাম মেটেধাপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টিধর প্রতিষ্ঠাতা পরিচালক এবং এফবিসিসিআই এর মনোনীত পরিচালক ছিলেন।

এছাড়া তিনি অস্টেধলিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বাংলাদেশ-থাইল্যান্ড চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশীপ সোসাইটির সদস্য। তিনি চট্টগ্রাম ক্লাবের সদস্য ও ভাটিয়ারী গলফ ক্লাব ও কান্ট্রি ক্লাবের আজীবন সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কিৃতিক সংগঠনেরসক্রিয় সদস্য।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.