আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ জুলাই ২০২৩, শনিবার |

kidarkar

সংবাদের শিরোনাম নিয়ে চটে গেলে স্বস্তিকা

বিনোদন ডেস্ক: অনেকটা ঠোঁটকাটা স্বভাবের টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কাউকেই কথা বলতে ছাড়েন না। হোক সেটা সিনেমার প্রযোজক কিংবা সিনিয়র কোনো অভিনেতা। দিন কয়েক আগে রবীন্দ্রনাথ নিয়ে কথা শুনিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে। এবার ক্ষোভ ঝাড়লেন সংবাদের শিরোনাম নিয়ে।

কদিন বাদেই মুক্তি পাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। যেখানে বৃন্দা বসু নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যার মেয়ে দিতি বসু নিঁখোজ হয়ে গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ইতিমধ্যেই সেই সিরিজের ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। প্রচারও চলছে পুরোদস্তুর। এর মাঝেই এক খবরের শিরোনাম পড়ে বেজায় চটে গেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অতঃপর কড়া কথা শোনাতেও ছাড়লেন না অভিনেত্রী।

টুইটে প্রতিবাদ করে স্বস্তিকার লিখেছেন, ‘দয়া করে খবরের শিরোনাম নিয়ে আরেকটু দায়িত্বশীল হোন। এরকম হেডলাইন করতেই হলে বৃন্দা বসুর মেয়ে নিখোঁজ লিখুন। ওটা আমার চরিত্রের নাম।’ সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টায় ‘নিখোঁজ দিতি বসু, তদন্ত শুরু পুলিশের, অভিযুক্ত জনপ্রিয় সাংবাদিক’ এমন শিরোনামে খবর প্রকাশিত হয়। আর এটিই নজরে আসে অভিনেত্রীর। মা হিসেবে এমন শিরোনাম দেখে কী প্রতিক্রিয়া হয়েছিল সেই অভিজ্ঞতাও শেয়ার করে নিলেন সামাজিকমাধ্যমের পাতায়।

স্বস্তিকার মন্তব্য, ‘আমার নিজের সন্তান আছে যে বহু দূরে থাকে। আমাদের পরিবার আছে, তাতে বয়স্ক মানুষ আছেন, আমাদের জন্য চিন্তা করার অনেক লোক আছে, তাদের ব্যতিব্যস্ত করে কিছু পাওয়ার আছে? আপনাদের সন্তানকে নিয়ে এরম খবর করতে অনুমতি করবেন? অভিনেতারা আসলে সবার বাবার সম্পত্তি, যা ইচ্ছে করা যায়। দায়িত্ব আপনাদের নেই কিন্তু আশা করি চেষ্টা করবেন অল্প দায়িত্বশীল হওয়ার। ওই চেষ্টাটুকুই আমরা করতে পারি। এইভাবে আমি আমার কাজের প্রচার করতে একেবারে চাই না। এইভাবে আমার কাজ কাউকে দেখতেও হবে না।’

স্বস্তিকার মেয়ে অন্বেষা বর্তমানে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মা হিসেবে তার চিন্তা হওয়াটা স্বাভাবিক। এর মাঝেই খবরের এমন শিরোনাম পড়ে ক্ষিপ্ত অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, শাঁওলী চট্টোপাধ্যায়, সোমাশ্রী, প্রতীকসহ অনেককে। সিরিজের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম। পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.