লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। এদিন কোম্পানিটির ৩৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটি ২৮ লাখ ৭ হাজার ৩৫৭টি শেয়ার হাতবদল করেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আজ কোম্পানিটির ১১ লাখ ১৩ হাজার ৩৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ২৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির ৫৩ লাখ ৭৪ হাজার ৩৬৮টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ১৯ কোটি ২১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, এমারেল্ড অয়েল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।