ব্লক মার্কেটে ৬৮ কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৩ লাখ ৬৩ হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৮ কোটি ২৬ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
রূপালী লাইফ ১৮ কোটি ১৪ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সোনালী পেপার ৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমারেল্ড অয়েল ১ কোটি ৯৪ লাখ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ২ কোটি ৫৫ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ৩৭ লাখ, প্রগতি লাইফ ৩ কোটি ৮ লাখ, বেক্সিমকো ২ কোটি ৯৭ লাখ, কেডিএস অ্যাক্সেসরিজ ৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।