পুঁজিবাজারে সূচকের সাথে কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫২পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, দর কমেছে ৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির।
ডিএসইতে ৪৮৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৩ কোটি ৪২ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৯ পয়েন্টে।
সিএসইতে ১৭০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১ টির দর বেড়েছে, কমেছে ৬৭ টির এবং ৭২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।