সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাটারা বাজার উপশাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ির ভাটারা বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন একটি উপশাখা আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন।
উপশাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদের, মাওনা শাখার ব্যবস্থাপক মোঃ সাদেকুল ইসলাম, জামালপুর শাখার ব্যবস্থাপক নূরুল ইসলাম, শেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ জাফর সাদিক, সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি সানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৬ নং ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভাটারা বাজার উপশাখার ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কয়ড়াবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান খান সকলকে আধুনিক প্রযুক্তিনির্ভর ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।