মুন্সিগঞ্জে ট্রলারডুবি, উদ্ধারে নৌবাহিনীর ডুবুরি দ
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের খিদিরপাড়া লৌহজং এলাকায় পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। রোববার (৬ আগস্ট) সকালে উদ্ধার অভিযানে অংশ নেয় ডুবুরি দলের সদস্যরা।
রোববার (৬ আগস্ট) সকালে এ তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক সাইদা তাপসী রাবেয়া লোপা।
তিনি জানান, মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। সকালে তারা অভিযানে অংশ নেয়।
শনিবার (৫ আগস্ট) বিকালে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ডুবে যায় ট্রলারটি। এতে ৪৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিহত ৮ জনের মধ্যে ২ শিশু, ৪ নারী ও ২ জন পুরুষ। আর এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে। ভারী বৃষ্টিতে বৈরি আবহাওয়ার কারণে রাত ২টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। আজ সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে তারা।