প্লাসিড এক্সপ্রেসের সঙ্গে ইস্টার্ণ ব্যাংকের রেমিটেন্স সেবা চুক্তি
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় মানি সার্ভিস বিজনেস কোম্পানি প্লাসিড এক্সপ্রেস এসডিএন বিএইচডি’র সঙ্গে রেমিটেন্স সেবা বিষয়ক একটি পার্টনারশীপ চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। প্লাসিড এক্সপ্রেস মালয়েশিয়া যুক্তরাষ্ট্রের প্লাসিড এনকে কর্পোরেশনের সম্পূর্ণ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
ফিনট্যাক ভিত্তিক রেমিট্যান্স কোম্পানিটির সঙ্গে স্থাপিত পার্টনারশীপের ফলে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে অধিকতর দক্ষ ও সহজলভ্য সেবা গ্রহণ করার সুবিধা পাবেন। এসব দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইটালি, পর্তুগালসহ অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশসমূহ।
আজ ঢাকার গুলশানস্থ ইবিএল প্রধান কার্যালয়ে পার্টনারশীপ চুক্তিটিতে স্বাক্ষর করেন ইবিএল ডিএমডি এবং হেড অফ ট্রেজারি, আর্থিক প্রতিষ্ঠান ও অফশোর ব্যাংকিং মেহেদী জামান এবং প্লাসিড এক্সপ্রেসের নির্বাহী পরিচালক মোহাম্মদ এইচ. রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্লাসিড এক্সপ্রেসের কান্ট্রি হেড ফারুক হেলালী; ইস্টার্ণ ব্যাংকের হেড অফ ইন্টারন্যাশনাল বিজনেস মামুনুর রশীদ, হেড অফ রেমিট্যান্স বিজনেস চৌধুরী বাহার ওয়াদুদ, সিনিয়র ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড রেমিট্যান্স জাহাঙ্গীর আলম।
রেমিট্যান্স সেবার ক্ষেত্রে প্লাসিড এক্সপ্রেস প্রবাসী বাংলাদেশীদের মধ্যে তাদের সেবার মানের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এর মূলে রয়েছে তাদের উদ্ভাবনী প্রযুক্তি এবং গ্রাহক কেন্দ্রিক সেবা।