আজ: শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ইং, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ অগাস্ট ২০২৩, মঙ্গলবার |

kidarkar

রূপালী ব্যাংকে বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (০৮.০৮.২০২৩) ঢাকাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ফয়েজ আলম ও মো. ইসমাইল হোসেন শেখ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ, এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের নেতৃবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.