আজও হয়নি অধিনায়ক নির্ধারণ, প্রেসিডেন্ট পাপনকে দায়িত্ব অর্পণ
নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক মনোনয়ন হবে। কিন্তু কে হবেন সেই অধিনায়ক? সাকিব না লিটন? সেটাই ছিল বড় পশ্ন।
শেষ পর্যন্ত হবো হবো করেও অধিনায়ক ঠিক হলো না। বিসিবির উচ্চ পর্যায় থেকে জোরেসোরে বলা হয়েছিল মঙ্গলবার জরুরি সভায়ই অধিনায়ক মনোনয়নের কাজ সেরে ফেলা হবে। মানে আজ বিকেল বা সন্ধ্যা নাগাদ জানা যাবে তামিম ইকবালের পরিবর্তে নতুন ওয়ানডে অধিনায়ক কে? সে লক্ষ্যে আজ বিকেল পৌনে ৩টা নাগাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি অফিসে সভায় বসেছিলেন বিসিবির পরিচালক পর্ষদের সদস্যরা।
কিন্তু না। শেষ পর্যন্ত নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হননি। বোর্ড পরিচালকরা মিলে সভা করে সিদ্ধান্ত নিয়েছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নতুন ওয়ানডে অধিনায়ক মনোনীত করবেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে, আজ আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল।’
‘আমরা আজ বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে ক্যাপ্টেন্সি সিলেক্ট করার জন্য। আমরা ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি এখন ভেবে চিন্তে যে কয়জন প্রোভাবল ক্যান্ডিডেট আছে ক্যাপ্টেন্সির জন্য তাদের সাথে কথা বলে উনি ফাইনাল করবেন।’
‘আশা করি, আমরা দু-তিনদিনের মধ্যে মানে ১২ আগস্টের আগে (যদিও জালাল ভুলবশত ১২ সেপ্টেম্বর বলে ফেলেছেন) বা আমাদের ডেটলাইন আছে তার আগে আমরা ক্যাপ্টেন ডিসাইড করে আপনাদের জানিয়ে দেবো।’