দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চালু
নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটিতে সকাল সাড়ে ৯টা ৩৫ মিনিটে বন্ধ থাকার দুই ঘণ্টা পরে ১১ টা ৪০ মিনিটে চলাচল শুরু করেছে মেট্রোরেল। এর আগে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ হয়েছিল মেট্রোরেলের চলাচল।
বুধবার (৯ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ডিএমটিসিএল উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমটিসিএল উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল ১১ টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
এর আগে (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার ইফতেখার হোসেন মেট্রোরেল বন্ধের কারণ সম্পর্কে জানিয়েছিলেন, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধ আছে। ক্যাটারিং সার্ভিসে সাপ্লাই নেই, কাজ করা হচ্ছে। ঠিক হলে আবারও চলাচল শুরু করবে মেট্রো।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে।
এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালেও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ৪০ মিনিট বিলম্বে ছাড়ে।
ছুটির দিন শুক্রবার ছাড়া মেট্রোরেল প্রতিদিন সকাল ৮টায় চলাচল শুরু করে।