ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট: ইসি আনিছুর
নিজস্ব প্রতিবেদক : দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের যেকোনো দিন ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
ইসি আনিছুর বলেন, আমরা নির্বাচন ব্যবস্থা সহজ করার জন্য একটি অ্যাপ তৈরি করছি। এটি সংসদ নির্বাচনে আগেই চালু করতে চাই। আশা করি এটি আগামী নভেম্বরের মধ্যে চালু করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করে থাকি।
আনিছুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই সময় ধরে যথা সময়ে তফসিল ঘোষণা করা হবে। আইন সংশোধনের জন্য পর্যাপ্ত সময় না থাকার কারণে আগামী সংসদ নির্বাচনে অনলাইন ও অফ লাইনে- দুইভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোকে আর ডাকা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না, আমরা আর ডাকবো না। আমরা ডেকেছিলাম তারা সাড়া দেয়নি। রাজনৈতিক বিষয়গুলো রাজনীতিবিদদের হাতেই থাকুক।