দর বাড়ার শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ৯০৪ বারে ৫ লাখ ৫৬ হাজার ৩১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৮ শতাংশ । কোম্পানিটি ১০ হাজার ১৮৪ বারে ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ১৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৪১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স ট্যানারির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ৪৫১ বারে ৪৫ হাজার ৭৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ৫.৫৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৮৩ শতাংশ, জেমিনি সি ফুডের ২.৪৫ শতাংশ, ইনটেকের ২.৩৬ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.০৮ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.০৮ শতাংশ এবং আরডি ফুডের ২.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।