আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার |

kidarkar

কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজকে সহায়তা দেবে আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক কর্মকাণ্ডে (সিএসআর) অবদানের অংশ হিসেবে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের ২০০ জন শিক্ষার্থীকে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স সম্পন্ন করতে সহায়তা দিবে ১৩০০-এর অধিক শাখা উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) টাঙ্গাইলের মির্জাপুরস্থ কুমুদিনী কমপ্লেক্সে এ সংশ্লিষ্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ডিপ্লোমা ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় ২০২৩-২০২৪ শিক্ষার বর্ষের ২০০ ডিপ্লোমা নার্সিং কোর্স শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে সার্বিক সহায়তা নিশ্চিত করবে আইএফআইসি ব্যাংক।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.