নাগরিকদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে সাধারণ নাগরিকদের অধিকার চর্চার সুযোগ সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গণতন্ত্র, আইন, শাসনব্যবস্থা ও মানবাধিকারের উপর ভিত্তি গড়ে ওঠে সমৃদ্ধ, সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা। তেমন সমাজই স্বাধীনতার কাণ্ডারি। এমন সমাজ টেকসই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং মানুষের মর্যাদা ও অধিকার সুরক্ষায় সচেষ্ট।’
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন দেশে বিদ্যমান গণতন্ত্রের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই অস্থির ও সমস্যা-সংকুল সময়ে গণতান্ত্রিক ব্যবস্থা যেসব হুমকির মুখোমুখি হয়, সে বিষয়ে আমরা অবগত রয়েছি।’
অধিকতর ন্যায়সঙ্গত বিশ্ব গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য জনগণকে বিষিয়ে তুলছে, জনগোষ্ঠীসমূহের মাঝে মেরুকরণ ঘটাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিশ্বাসের অবক্ষয় ঘটাচ্ছে। আমাদের অবশ্যই মানবাধিকার সুরক্ষা ও জেন্ডার সমতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অবশ্যই প্রতিটি পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ বাড়াতে হবে।’